• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বিদেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু 

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

দেশের সীমানা পেরিয়ে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জের আলু। বিদেশে আলু রপ্তানি হওয়ায় স্থানীয় চাষিদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষকরা।

এ বছর দিনাজপুরের বীরগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণে আলু চাষ হয়েছে। ভালো ফলন এবং আশানুরূপ দাম পাওয়ায় কৃষকরাও খুশি। বিদেশে রপ্তানি হওয়ায় আলুর ব্যাপক চাহিদা বেড়েছে এ উপজেলায় ।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলু চাষি ওমর ফারুক বলেন, এ বছর ১১ বিঘা সানসাইন ও কুমারিকা জাতের আলু চাষ করেছি। আলু চাষে এ বছর আমার প্রায় সাড়ে ছয় লাখ টাকা খরচ হয়েছে এবং আলু বিক্রি করেছি ১১ লাখ টাকা।

তিনি আরও বলেন, বৈরি আবহাওয়ায় গতবারের চেয়ে আলুতে স্প্রে, কীটনাশক বেশি প্রয়োগ করতে হয়েছে। খরচ একটু বেশি হয়েছে এবার। তারপরও আমাদের এলাকার আলু বিদেশে যাওয়ায় আলুর ব্যাপক চাহিদা ও ভালো দামে বিক্রি করতে পেরেছি। এতে আমার পর্যাপ্ত লাভ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে দিনাজপুরের বীরগঞ্জে নয় হাজার ৫৬২ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গত বছর ছিল নয় হাজার ৫৬০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে। দামও ভালো থাকায় লাভবান হচ্ছেন আলু চাষিরা।

তিনি আরও বলেন, এ বছর উপজেলা থেকে আলু সংগৃহ করে আলুবাড়ী নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২৭ থেকে ২৮ টাকা কেজি দরে আলু কিনছে প্রতিষ্ঠানটি।

কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত ২৪৩ টন আলু রপ্তানি হয়েছে। আলু রপ্তানি করায় কৃষকরা বাড়তি দাম পাচ্ছে। এ ছাড়া চাষিদের সার্বিক বিষয়ে পরামর্শ প্রদানে কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –